Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লালপুরে সিলগালা’র এক সপ্তাহ পর এসটিসি ব্যাংক খুলে দিল সমবায় অফিস

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৩:৫৬ পিএম

নাটোরের লালপুর উপজেলায় সিলগালা করার এক সপ্তাহ পর ‘স্মল টেডার্স কো-অপারেটিভ ব্যাংক লিঃ (এসটিসি ব্যাংক)’ খুলে দিল সমবায় অফিস। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সমবায় অফিসার আদম আলী এসটিসি’র লালপুরস্থ কার্যালয়ের তালা খুলে দিয়েছেন।
এসটিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাহাদ আলী জানান, ১৯৭৬ সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়ে নারায়নগঞ্জ জেলায় সংস্থাটি কার্যক্রম শুরু করে। পরবর্তিতে সুপ্রিম কোর্টের আদেশ বলে ২০১২ সালে সারাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সর্বশেষ ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট আরেক আদেশে আগামী এক বছরের জন্য সারাদেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ বাড়িয়ে দেয়। এদিকে সমবায় সমিতির নিবন্ধন নিয়ে ব্যাংক নামধারী কোন প্রতিষ্ঠান চলতে পারেনা মর্মে ১৮ নভেম্বর উপজেলা সমবায় অফিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।
গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশের ওই কপি হাতে পেয়ে রবিবার দুপরে এসটিসি ব্যাংকের সিলগালা করা তালা খুলে দেন এবং জব্দকৃত সকল কাগজপত্র ফিরিয়ে দেন উপজেলা সমবায় অফিসার আদম আলী।
লালপুর উপজেলা সমবায় অফিসার আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ওই সংস্থা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আদেশের কপি হাতে পেয়ে প্রতিষ্ঠানটির সিলগালা খুলে দেওয়া হয়েছে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমবায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ