Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টাকা উপার্জন করে ভারতে না পাঠাতে আহ্বান করলেন স্বপন ভট্টাচার্য

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ৭:৩৩ পিএম

হিন্দু সম্প্রদায়কে নিজের দেশে অধিকার প্রতিষ্ঠা করতে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তিনি বলেন, শুধু আয় উপার্জন করে টাকা কামালাম আর ভারতে পাঠিয়ে জমি, জায়গা, গাড়ি-বাড়ি করলাম, এসব চিন্তা বাদ দেন। এ টাকায় ওপারে সুখ আসবে না সন্তানেরাও মানুষ হবে না।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রম চত্বরে মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় তাপস কুমার বিশ্বাসের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অসিম কুণ্ডু প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমি খবর নিয়ে দেখেছি ওপারে যারা আছেন তাদের অনেকে অশান্তিতে আছে। দেশের ৪০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু সে হিসেবে যে পরিমাণ হিন্দু মানুষ বাংলাদেশে থাকার কথা তা নেই। ভারতে পাড়ি না জমিয়ে নিজের দেশে থেকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে স্বাধীনতাবিরোধী কিছু মানুষ সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে সাম্প্রদায়িক দাঙ্গা, অশান্তি সৃষ্টি করে থাকে। এ থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটলেও সরকার অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

জানা যায়, হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমটি দেশ, বিদেশি মানুষের কাছে অত্যন্ত পরিচিতি বহন করে। হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের মধ্যে রয়েছে সাড়ে ৫শ’ বছরের পুরনো সিদ্ধ তমাল বৃক্ষ ও সিদ্ধ মাধবীলতা। এই বৃক্ষ তলে হরিদাস ঠাকুর ধ্যানে মগ্ন থাকতেন। এছাড়া এই আশ্রমে নির্মিত নিতাই গৌর মন্দির, জগন্নাথ মন্দির, হরিদাস ঠাকুরের মন্দির, ত্রি গবরধন মন্দির ও ঠাকুর রহিদাসের স্মৃতি লিলা বিগ্র দর্শন মিউজিয়াম রয়েছে। যা পর্যটকদের সহজে মুখরিত করবে। পর্যটকদের আরো সুবিধা বাড়াতে বর্তমানে মন্দিরটি আধুনিকায়নের জন্য উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।



 

Show all comments
  • Tareq Sabur ২০ মার্চ, ২০২১, ১১:১১ পিএম says : 0
    আওয়ামিলীগই সবসময় আপনাদের ঘরবাড়ী পোড়ায় আর জায়গা জমি দখল করে নেয়। স্বাধীনতার পর থেকে এটাই হয়ে আসছে আর সুকৌশলে ওরা এর দায় অন‍্যান‍্য দল ও আলেম ওলামাদের ঘাড়ে দিয়ে দেয়। আর আপনারা বঝেও না বুঝার ভান করেন কারন এসব দেখিয়ে আপনারা এই দেশকে ভারতের অংগরাজ‍্য বানাতে চান আপনাদের নীলনক্সানুযায়ী। মনে পড়ে শ‍্যামলী পরিবহনের মালিকের স্বীকারুক্তি?
    Total Reply(0) Reply
  • Tareq Sabur ২০ মার্চ, ২০২১, ১১:১৬ পিএম says : 0
    আওয়ামিলীগই সবসময় আপনাদের ঘরবাড়ী পোড়ায় আর জায়গা জমি দখল করে নেয়। স্বাধীনতার পর থেকে এটাই হয়ে আসছে আর সুকৌশলে ওরা এর দায় অন‍্যান‍্য দল ও আলেম ওলামাদের ঘাড়ে দিয়ে দেয়। আর আপনারা বঝেও না বুঝার ভান করেন কারন এসব দেখিয়ে আপনারা এই দেশকে ভারতের অংগরাজ‍্য বানাতে চান আপনাদের নীলনক্সানুযায়ী। মনে পড়ে শ‍্যামলী পরিবহনের মালিকের স্বীকারুক্তি?
    Total Reply(1) Reply
    • Md Anwar Ahmed ২১ মার্চ, ২০২১, ৪:৪৪ পিএম says : 0
      Thanks

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ