বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকায় গত শুক্রবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গৌরব সেন নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়।
আহত রুয়েট শিক্ষার্থী গৌরব সেন জানান, সাধুর মোড় এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীরা হামলা করে। ওই সময় ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয়। ফোনটির দাম ৪২ হাজার টাকা। সে সময় বাধা দিলে ছিনতাইকারী তার মাথায় ছুরিকাঘাত করে। পরে চিৎকার দিলে ছিনতাইকারী পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।