Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউতে থাকার পক্ষে সাদিক খান

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে জোরালো মতামত দিয়েছেন লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান। লিভ অথবা রিমেইন মহাবিতর্কে অংশ নিয়ে বলেন, লিভ পক্ষকে একটি ঘৃণার প্রকল্প বলে আমি মনে করি। কারণ, রিমেইনে থাকলে লড়াই করার সুযোগ থাকবে। কাজেই আমরা লড়াই করব।  তাছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী যে অধিকার রক্ষায় এবং নাগরিক সুবিধা ভোগ করার বিষয়টি অগ্রাধিকারের মাধ্যমে বাস্তবায়ন করতে পারব। সাদিক খানের বক্তব্যের বিরোধিতা করেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। এই দু’নেতা বক্তব্য দেয়ারা সময় দেখা যায় দর্শক সমর্থকরা দু’ভাগে ভাগ হয়ে উল্লাস প্রকাশ করছে। উল্লেখ্য, যুক্তরাজ্যে অভিবাসীদের আধিক্য নিয়ে ব্রিটিশ নাগরিকদের একাংশের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী ইইউভুক্ত ২৮টি দেশের নাগরিক ভিসা ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করতে পারে। আর সে কারণে গত মেয়াদে ডেভিড ক্যামেরন সরকার ইইউর বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সক্ষম হলেও ইইউভুক্ত নাগরিকদের প্রবেশ ঠেকাতে পারেনি। ব্রেক্সিট প্রশ্নে ইইউভুক্ত নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে অভিবাসীদের সুবিধা সীমিত করাসহ চারটি সংস্কার প্রস্তাব দেন ক্যামেরন। পরে সে প্রস্তাব নিয়ে ক্যামেরনের সঙ্গে সমঝোতায় পৌঁছান ইইউ নেতারা। ইইউ’র সঙ্গে সমঝোতার পর দেশে ফিরে গণভোটের তারিখ ঘোষণা করেন ক্যামেরন। বিবিসি, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউতে থাকার পক্ষে সাদিক খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ