Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সদস্যপদ ঠেকাতে পাকিস্তানের পক্ষ নিল চীন

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এনএসজিতে ভারতের সদস্যপদের দাবি আটকাতে সফল হয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ বলেছেন, এনএসজিতে ভারতের সদস্যপদ নিয়ে বিরোধিতায় তাঁরা সফল হয়েছেন। তিনি বলেন, গুনের বিচারে পাকিস্তান এনএসজি সদস্যপদের যোগ্য দাবিদার। আজিজ নিজের একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, পাকিস্তান নিজের যোগ্যতায়, নিজেদের দমে এনএসজির সদস্যপদ পাওয়ার দাবিদার। তিনি বলেন, আমরা ভারতের পরমাণুু নিয়ন্ত্রণ সংস্থার বিরুদ্ধে সফল প্রয়াস চালিয়েছি। তিনি এই কথাগুলো বলেছেন এমন একটি সময় যখন সিওয়ে ৪৮টি এনএসজি সদস্য দেশের বৈঠক হতে চলেছে। এই বৈঠকে ভারত এবং পাকিস্তানের আবেদনের উপর পর্যালোচনা করা হবে। আজিজ সংসদে বলেছেন, পাকিস্তানের বিদেশ নীতি সারাবিশ্বের নতুন পরিস্থিতির জন্য অনুকূল। তিনি বলেছেন, পাকিস্তান অন্য দেশের নীতিতে হস্তক্ষেপ না করার নীতি নিয়েই চলবে। তিনি বলেছেন, সাইহাই সংগঠনের সদস্য হবার পর দায়িত্ব অনেক বেড়ে যাবে। এদিকে, পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের ঠাঁই পাওয়া অনিশ্চিত করতে পাকিস্তানের পক্ষ নিয়েছে চীন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের সরকারি মুখপাত্র পাকিস্তানের পরমাণু নীতির প্রশংসা করে প্রচার শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার সিউলে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর বৈঠক শুরু হয়েছে গতকাল থেকে। বৈঠক শুরুর আগেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করে, বৈঠকে ভারতের সদস্যপদ পাওয়ার বিষয়টি আলোচনার কর্মসূচিতে নেই। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সূষমা স্বরাজ দাবি করেছিলেন, এনএসজিতে ভারতের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বাধা হবে না চীন। কিন্তু বাস্তব ঠিক তার বিপরীত। এই অবস্থায় আজ উজবেকিস্তানে দেখা হবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির। ভারত আশা করছে ওই বৈঠকের পর অবস্থার পরিবর্তন হতে পারে। বিবিস, জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের সদস্যপদ ঠেকাতে পাকিস্তানের পক্ষ নিল চীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ