Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের অনশন

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনি নাগরিক বিলাল কায়েদের ১৪ বছরের কারাবাস শেষ হলেও তাকে ইসরাইলের কারাগার থেকে মুক্তি দেয়া হয়নি। তার ওপর প্রয়োগ করা হয় প্রশাসনিক আটকাদেশ। এর প্রতিবাদে ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনি বামপন্থী দল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) সদস্যরা অনশন শুরু করেছেন। ইসরাইলের উত্তরাঞ্চলের মেগিদো কারাগারে আটক ৬০ জন এবং গিলবাও কারাগারে আটক পাঁচজন ফিলিস্তিনি ওই অনশনে অংশ নেন। তাদের সবাই পিএফএলপি সদস্য। ২০০১ সালে ১৯ বছর বয়সী কায়েদকে ১৪ বছরের সাজা দেয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরাইল কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পিএফএলপির সদস্য। সংগঠনটির একটি সামরিক শাখাও রয়েছে। চলতি মাসের ১৩ তারিখ জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল কায়েদের। কিন্তু তাকে প্রশাসনিক আটকাদেশের বরাতে আরো ছয় মাস আটক রাখার নির্দেশ দেয়া হয়। ওই আদেশের বলে ইসরাইল কর্তৃপক্ষ কোনো ফিলিস্তিনিকে অভিযোগ ছাড়াই ছয় মাস পর্যন্ত আটকে রাখতে পারে। আর ছয় মাস পরে কর্তৃপক্ষ চাইলে সেই মেয়াদ আরো ছয় মাস করে বাড়াতে পারে। আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের অনশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ