Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিঙ্কড ইনে থেকে জব মার্কেটে কাজ খুঁজবেন ওবামা!

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ভালোই লাগছে, আমিও যোগ দিচ্ছি চাকরি খোঁজার দলে
ইনকিলাব ডেস্ক : আর মোটে সাত মাস, কিংবা তেমনই, এরপর নিজেকে জব মার্কেটে ছেড়ে দেবো। লিঙ্কডইনে সক্রিয় থাকবো, দেখি কী কাজ পাওয়া যায়। এভাবেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কৌতুকোচ্ছলে তিনি বলেন, ভালোই লাগছে, আমিও যোগ দিচ্ছি চাকরি খোঁজার দলে। গত সোমবার (২০ জুন) সিলেক্টইউএসএ ফরেইন ইনভেস্টমেন্ট সামিটে দেওয়া বক্তৃতায় এসব কথা বললেন বারাক ওবামা। তাতে যুক্তরাষ্ট্রকে ব্যবসার জন্য সেরা একটি জায়গা বলে উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদেরও আহ্বান জানালেন তিনি। হোয়াইট হাউসের দিনগুলো অবসানে আর মোটে সাত মাসই বাকি যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের। এই নভেম্বরে নির্বাচন। আর নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর পরের জানুয়ারিতে। সুতরাং আর মাত্র সাত মাস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউসে থাকছেন বারাক ওবামা। তারপরই অজানার উদ্দেশে বহুলকাক্সিক্ষত বিলাসবহুল সাদা ভবনটি ছাড়বেন তিনি। এরপর কী করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় এ প্রেসিডেন্ট? ভক্ত-সমর্থকদের কাছে এ এক বড় প্রশ্ন। তারই উত্তর হয়তো তিনি দিলেন, চাকরি খোঁজার জন্য লিঙ্কড ইনে অবস্থান করার কথা বলে। অনুষ্ঠানে নিজের কৈশোরের চাকরি জীবনের স্মৃতিচারণও করেন ওবামা, যখন তিনি হনলুলুতে বাসকিন-রবিন্স আইসক্রিমের বিক্রেতা হিসেবে কাজ করতেন। ওবামা বলছিলেন, আমার প্রথম চাকরি একেবারেই আকর্ষণীয় ছিল না। কিন্তু সেই চাকরি আমাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে, যেমন দায়িত্বশীলতা, কঠোর পরিশ্রম, কাজের সঙ্গে পরিবার, বন্ধু, স্কুলজীবনের সমন্বয়। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিঙ্কড ইনে থেকে জব মার্কেটে কাজ খুঁজবেন ওবামা!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ