মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কার ২৬ বছরের গৃহযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে দেশটির সরকার জনগণের উপর ক্লাস্টার বোমা ব্যবহার করেছিল বলে অভিযোগ উঠেছে। সদ্য আবিষ্কৃত কিছু ছবিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং সেইসাথে বেরিয়ে পড়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনীর তৎপরতার একটি দিক। সাম্প্রতিক এই তথ্য উদ্ঘাটনে যুদ্ধে শ্রীলঙ্কা সরকারের কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ, গৃহযুদ্ধের একেবারে শেষপর্যায়ে সামরিক বাহিনির তদারকি করেছে মন্ত্রী সভার জ্যেষ্ঠ কয়েকজন সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এই নতুন ছবিগুলোতে দেখা যায়, ২০০৮ সালে যুদ্ধের শেষভাগে দেশটির যে অঞ্চলগুলোতে যুদ্ধ হয়েছিল সেখানে ভূমিতে পোঁতা মাইন বোমা উদ্ধার গিয়ে খুঁজে পাওয়া গেছে ক্লাস্টার বোমার অস্তিত্ব। বোমা উদ্ধারে জড়িত সাবেক এক কর্মী উদ্ধারকৃত বোমার ছবির পাশাপাশি সাক্ষ্য দিয়ে বলেছেন, বোমাগুলো এমন জায়গায় পাওয়া গেছে যেখানে শ্রীলঙ্কা সরকার অস্ত্রমুক্ত বলে ঘোষণা দিয়েছিল এবং যেখানে ওই সময় ৩ লাখ বেসামরিক মানুষকে নিরাপত্তার খাতিরে জড়ো হতে বলা হয়েছিল। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।