Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএ গেমস ফুটবলে বাংলাদেশের গ্রুপে নেপাল ও ভুটান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ৭:৩৪ পিএম

সব প্রস্তুতি সম্পন্ন। আর মাত্র নয়দিন পরই নেপালের রাজধানী কাঠমান্ডুতে পর্দা উঠছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরের। আগামী ১ ডিসেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও খেলা শুরু হবে ২৭ নভেম্বর থেকে। এদিন ত্রিপুরেশ্বরি কভার্ড হলে ভলিবল ডিসিপ্লিন দিয়ে শুরু হবে নেপাল এসএ গেমসের মাঠের লড়াই। গেমসের ২৭ ডিসিপ্লিনের মধ্যে ১০টিতে খেলবে না জায়ান্ট ভারত। শুধু তাই নয়,নারীতে থাকলেও পুরুষ ফুটবলেও থাকছে না তারা। কিন্তু ভারতকে রেখেই পুরুষ ফুটবলের গ্রুপিং হয়েছে। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও স্বাগতিক নেপাল। আর ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ভারত খেলেছে তারপরেও পুরুষ ফুটবলের গ্রুপিংয়ে তাদের রাখা হয়েছে! এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আজও (গতকাল) অল ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাধারন সম্পাদক কুশল দাসের সঙ্গে কথা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন ভারত পুরুষ ফুটবলে খেলবে না। তাই গ্রুপিং হলেও ভারত খেলছে না এটা এক প্রকার নিশ্চিত।’ ফিকশ্চার অনুযায়ী দু’গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে।

এদিকে ক্যাম্প না হওয়ায় ৩০ নভেম্বর নেপালে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের। কিন্তু বেঁকে বসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.) বলেন, ‘আমরা ফুটবল দলের জন্য দু’বার টিকিট কেটেছি। প্রথমবার ৩০ নভেম্বর এবং দ্বিতীয়বার ২৬ নভেম্বর। এখন তারা ৩০ নভেম্বর যাওয়ার কথা বলছে। এখন আমরা ওই দিনের কোন টিকিট পাচ্ছি না। তাই বলতেও পারছিনা তারা কিভাবে নেপাল যাবে।’

বিওএ মহাপরিচালকের কথার রেশ ধরে বাফুফে সাধারণ সম্পাদক বলেন,‘বিওএ না পারলে আমরাই নিজেদের উদ্যোগে নেপালে পাঠাবো ফুটবল দলকে। আমাদেরতো প্রটোকল বিভাগ রয়েছে। এতে কোন সমস্যা হবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ গেমস ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ