পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুর ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য বিষয়। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন জেনারেল সালামি। বৈঠকে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠা করার জন্য পাক সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা হচ্ছে মুসলিম দেশগুলোর অভিন্ন শত্রু। এ সময় তিনি আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন। আইআরজিসি প্রধান বলেন, “মুসলিম উম্মাহ বলতে আমরা সমগ্র মুসলিম বিশ্বকে বুঝি এবং সেখানে আমরা শিয়া-সুন্নির মধ্যে কোন পার্থক্য করি না।” বৈঠকে জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তান এবং ইরানের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বহু মিল রয়েছে এবং দু’দেশের মধ্যকার অভিন্ন সীমান্ত পাকিস্তান ও ইরানের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। ইরাক ও সিরিয়ার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন পাক সেনাপ্রধান। জেনারেল বাজওয়া একটি উচ্চপর্যায়ের সামরিক ও নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে যান। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।