পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
জেরুজালেমের আল-রাসাসি মসজিদ বুধবার বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসার কাছেই এ মসজিদটি অবস্থিত। আগামী ছয় মাসের জন্য মসজিদটি বন্ধ থাকবে বলে জানিয়েছে অবৈধ রাষ্ট্রটি। তাদের অভিযোগ, জেরুজালেমে ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ মসজিদটির একটি অংশকে অফিস হিসেবে ব্যবহার করছে। এছাড়া জেরুজালেমে ফিলিস্তিনের রাষ্ট্রীয় টেলিভিশনের অফিস ও ফিলিস্তিনি জাতীয় শিক্ষা অধিদফতরও ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগে ইহুদি দখলদাররা জোর করে আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করেছিল। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানিয়েছে, ১২৩ জনের মতো দখলদার পুলিশ প্রহরায় আল-আকসায় প্রবেশ করে। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা। তবে ইহুদিদের দাবি প্রাচীনকালে এখানে তাদের দুটি মন্দির ছিল। ১৯৬৭ সালের যুদ্ধ ইহুদিরা পূর্ব জেরুজালেম দখল করে নিয়ে যায়। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।