মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় চার বছর পর এই প্রথম ঘাটতি মিটিয়ে উদ্ধৃত্ত অর্থের দেখা পেল পাকিস্তান। অক্টোবর মাসে পাকিস্তান স্টেট ব্যাঙ্কের (এসবিপি) হিসাবে ৯৯ মিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসের হিসাবে সেখানে ঘাটতি ছিল ২৮৪ মিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার হিসাবে অর্থ উদ্বৃত্ত থাকার প্রশংসা করে বলেছেন, ‘দেশের অর্থনীতি অবশেষে সঠিক পথে এগিয়ে চলেছে।’
ইমরান খান এক টুইটার বার্তায় বলেন, ‘আমাদের গৃহীত অর্থনৈতিক সংস্কারের ফলস্বরূপ পাকিস্তান অর্থনীতি অবশেষে সঠিক দিকে এগিয়ে চলেছে। চার বছর পরে প্রথমবারের মতো পাকিস্তানের চলতি হিসাবে উদ্বৃত্ত হয়েছে। ২০১৯ সালের অক্টোবরে হিসাবে ৯৯ মিলিয়ন ডলার যোগ হয়েছে। যেখানে একই বছরের অক্টোবর মাসে ঘাটতি ছিল ২৮৪ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালের অক্টোবরে ১,২৮০ মিলিয়ন ডলার ঘাটতি ছিল।’ তিনি বলেন, ‘আমাদের চলতি অর্থবছরের প্রথম চার মাসে চলতি অ্যাকাউন্টে ঘাটতির পরিমাণ গত বছরের তুলনায় ৭৩.৫ শতাংশ কমেছে। অক্টোবরে আমাদের পণ্য ও পরিষেবার রফতানি আগের মাসের তুলনায় ২০শতাংশ এবং গত বছরের তুলনায় ৯.৬ শতাংশ বেড়েছে। আমি রফতানিকারকদের অভিনন্দন জানাই এবং আরও রফতানি করার জন্য তাদের উৎসাহিত করি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।