বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে আলাদা দুই স্থান হতে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন চাটমোহর থানা পুলিশ। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ২০ নভেম্বরে উপজেলার কৃষ্টপুর ও রামনগর নামক দুই গ্রাম থেকে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। এরা হলো কৃষ্টপুর গ্রামের মোঃ জামাল উদ্দিনের স্ত্রী নাজেদা খাতুন (৩৪) এবং রামনগর গ্রামের মোঃ আলাউদ্দিনের স্ত্রী রেবা খাতুন (৩৫)। চাটমোহর থানা পুলিশের থেকে জানা যায় উক্ত দুই জনের ঝুলন্ত লাশ তাদের ঘরের আড়াঁর সাথে ঝুলন্ত অবস্থা পাওয়া যায়। লাশ দুটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ জানান প্রাথমিক ধারনা আত্মহত্যা তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। চাটমোহর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।