Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকদের ‘ডাটাবেজ’ হচ্ছে সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ২:৪৮ পিএম

সিলেট বিভাগের কৃষকদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাইছে সরকার। এ লক্ষ্যে এ বিভাগের চারটি জেলার কৃষকদের ডাটাবেজ (তথ্যসম্ভার) করা হচ্ছে। ‘ডিজিটাল সিলেট বিভাগ’ প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে এ ডাটাবেজ, এমনটাই জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বিভাগীয় কমিশনার জানান, বর্তমানে সিলেট বিভাগকে ডিজিটাল করতে কাজ চলছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এ বিভাগ ডিজিটাল হিসেবে মর্যাদা পাবে। ডিজিটাল সিলেট বিভাগ গড়ে তুলতে এ বিভাগের কৃষকদের ডাটাবেজ তৈরির কার্যক্রমও শুরু হয়েছে। মো. মোস্তাফিজুর রহমান আরো জানান, ইতিমধ্যে মৌলভীবাজার জেলার সকল কৃষকের ডাটাবেজ তৈরি হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ডাটাবেজ তৈরির কার্যক্রম চলমান। জানা গেছে, এ ডাটাবেজ হয়ে গেলে বিভিন্ন ধরনের কৃষি সেবা কৃষকদের ফোনের মাধ্যমেই প্রদান করা সম্ভব হবে। এছাড়া কৃষক ৩৩৩১ নম্বরে ফোন করে তার এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে কথা বলে কৃষি সহায়তা নিতে পারবেন। পরীক্ষামূলকভাবে এ প্রক্রিয়া শুরু করে সফলতাও মিলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাটাবেজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ