মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান সোমবার সফলভাবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক মিসাইল (এসএসবিএম) শাহিন-১-এর পরীক্ষামূলক উৎক্ষেপন করেছে। সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানায়, সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের অপারেশনাল প্রস্তুতি পরীক্ষার লক্ষ্যে প্রশিক্ষণের অংশ হিসেবে এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করা হয়।
স্ট্রাটেজিক প্লান্স ডিভিশনের মহাপরিচালক, আর্মি স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, নেসকম চেয়ারম্যান, বিজ্ঞানী, প্রকৌশলী ও অন্যান্য সিনিয়র অফিসাররা এই উৎক্ষেপন প্রত্যক্ষ করেন। আইএসপিআর জানায়, সেনা সদস্যরা পাকিস্তানের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধক নিশ্চিত করার জন্য এই শক্তিশালী অস্ত্র ব্যবস্থা পরিচালনা ও সামাল দেয়ার ক্ষেত্রে অত্যন্ত উঁচু দরের দক্ষতা প্রদর্শন করেছে।
শাহিন-১ এসএসবিএম যেকোন ধরনের ওয়্যারহেড দিয়ে ৬৫০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে। গত আগস্টে পাকিস্তান আরেকটি এসএসবিএম গজনভীর রাত্রীকালীন প্রশিক্ষণ উৎক্ষেপন সফলভাবে সম্পন্ন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।