Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড় কাটার দায়ে রামুর চেয়ারম্যান ভুট্টোকে ছয় লাখ টাকা জরিমানা

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ৩:৩৪ পিএম

পাহাড় কাটার দায়ে রামু উপজেলার দক্ষিণমিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা ইউনুছ ভুট্টোকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একইভাবে পুকুর ভরাট, পাহাড় কর্তন, পরিবেশ ছাড়পত্রের শতভঙ্গের দায়ে আরো চার প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোঃ মোয়াজ্জম হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক নূরুল আমিন জানান, কয়েক দিন আগে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট, পাহাড় কর্তন, পরিবেশ ছাড়পত্রের শতভঙ্গের বিষয় অনুসন্ধান করে তার তথ্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামে পাঠানো হয়। এই তথ্যে ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। ওই সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করা না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে তার বিরুদ্ধে।  

প্রসঙ্গত, ‘দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ইউনুছ ভুট্টো ও তার লোকজন অন্তত ১০টি পয়েন্টে ১৫টি পাহাড় কেটে সাবাড় করেছে। পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে হামলা শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ