বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারের আশুলিয়ায় নয়ন (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার দিনগত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশের একটি রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে সোমবার দিনগত রাতে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর তার লাশ সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।