Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিফরেন্ট স্ট্রোকস : শুরুর আগেই বিশ্বরেকর্ড!

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

অলিম্পিকের আঙিনায় রেকর্ড ভাঙা-গড়া হয় প্রতিনিয়ত। তবে এবারের অলিম্পিক শুরু হতে এখনও কিছুটা দেরি। অথচ, তার আগেই হয়ে গেল বিশ্বরেকর্ড। ১০৬ বছরের এক বৃদ্ধা হাঁটলেন অলিম্পিকের মশাল হাতে নিয়ে। মহিলার নাম আইদা জেমেনেক আকা। বৃদ্ধা অলিম্পিকের মশাল হাতে হেঁটে আধুনিক যুগের অলিম্পিক
গেমসে সবচেয়ে বয়স্ক মশালবাহক হওয়ার রেকর্ড গড়লেন। জেমেনেক অ্যামাজনিয়ার মাকাপা বন্দরের বাসিন্দা। ১০৬ বছর বয়সে মশালদৌড়ে অংশ নিয়ে তিনি ভেঙে দিলেন আলেকজান্ডার কাপ্তারেঙ্কোর রেকর্ড। ১০১ বছর বয়সে অলিম্পিকের মশাল বাহক হয়েছিলেন আলেকজান্ডার। ২০১৪ সালে রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকেও অংশ নিয়েছিলেন তিনি। তবে মশালবাহক হিসেবে এমন রেকর্ড গড়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ১০৬ বছরের এই ‘তরুণী’ জেমেনেক, ‘আমি কোনো দিন ভাবিনি এমন কিছু হতে পারে। এখন অত্যন্ত গর্ব বোধ করছি। প্রসঙ্গত এটাই জেমেনেকের প্রথম রেকর্ড নয়। এর আগে ১০৩ বছর বয়সেও তিনি চোখ কপালে তোলা একটি রেকর্ড গড়েন। সেবার তিনি আকাশ থেকে ঝাপ লাগিয়ে বিশ্বের সব থেকে বয়স্কা স্কাইডাইভার হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় জায়গা করে নিয়েছিলেন। এর জন্য তিনি ‘এক্সট্রিম গ্র্যানি’ নামেও এর মধ্যেই পরিচিত। অলিম্পিকের মশাল বওয়ার পর এখন তার দখলে এলো দু-দুটি বিশ্বরেকর্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিফরেন্ট স্ট্রোকস : শুরুর আগেই বিশ্বরেকর্ড!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ