Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেয়ানে সেয়ানে লড়াই

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একদল আসরের বর্তমান চ্যাম্পিয়ন, ফিফা র‌্যাংকিংয়ে তাদের অবস্থান পাঁচ নম্বরে। আরেক দলের বর্তমান ফিফা র‌্যাংকিং তিন। প্রথম দলের নাম চিলি, দ্বিতীয়টি কলম্বিয়া। যাদের আক্ষেপ এবারের কোপা তেমন হাইভোল্টেজ ম্যাচ উপহার দিতে পারেনি, তারা আগামীকাল ভোর ৬টায় টেলিভিশন খুলে বসে পড়তে পারেন। কোপার শতবর্ষী আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে তারা।
সাম্প্রতিক বিচারে কলম্বিয়ার চাইতে চিলিই ঢের এগিয়ে। আগের ম্যাচগুলোর ফল অন্তত সেই কথাই বলে। মেক্সিকোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিতে পা রাখে চিলি। আর পেনাল্টি ভাগ্যে পেরুকে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় হামেস রদ্রিগুয়েজের কলম্বিয়া। তবে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্তুরো ভিদালকে না পাওয়া ভোগাতে পারে চিলিকে। পর পর দুই ম্যাচে দুই হলুদ কার্ডের দ-ে এদিন খেলতে পারবেন না বায়ার্ন মিউনিখ তারকা। যদিও কোচ আন্তোনিও পিজ্জির হাতে আছে পাবলো হার্নান্দেজ, চার্লস আরানগুয়েজ অথবা ফ্রান্সিসকো সিলভার মতো বদলি খেলোয়াড়েরা। এছাড়া ম্যাচের ভাগ্য গড়ে দিতে তাদের আছে এলিক্সিস সানচেসের খেলোয়াড়। পক্ষান্তরে রদ্রিগুয়েজের মতো বিশ্বকাপ মাতানো তারকারা কি করতে পারে তা আগেও দেখিয়েছে কলম্বিয়া। সব মিলে জমজমাট এক ম্যাচেরই অপেক্ষা বলা যায়। দুই দলের সামনেই দ্বিতীয়বারের মতো কোপা জয়ের হাতছানি। চিলি জিতলে একটা রেকর্ড গড়বে তারা। একমাত্র ব্রাজিলেরই আছে টানা দুইবার কোপা জয়ের রেকর্ড।
এই সংবাদ যখন পড়ছেন, ততক্ষণে হয়তো জেনে গেছেন আগামী ২৬ তারিখে (বাংলাদেশ সময় ২৭ জুন) ইস্ট রাদারফোর্ডের মিটলাইফ স্টেডিয়ামের ফাইনালের প্রথম দল কারাÑ ঘরের মাঠে ইতিহাস গড়ে সেখানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র? নাকি ২৩ বছরের শিরোপা ক্ষরা কাটাতে কক্ষপথেই আছে লিওনেল মেসির আর্জেন্টিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেয়ানে সেয়ানে লড়াই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ