বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মহান অাল্লাহ তায়ালা, মহানবী ( সঃ) এবং নবী কন্যা ফাতেমা ( রাঃ) কে নিয়ে " বিপ্লব চন্দ্র শুভ " নামে ফেইসবুক অাইডি থেকে বিষোদগার ও কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরার ঘটনা নিয়ে নবীপ্রেমিকদের উপর পুলিশের নির্বিচারে গুলি করে ৪ জনকে হত্যা সহ ৬ দফা দাবী পুরনের দাবীতে রবিবার দুপুর ১২ টায় স্থানীয় চিলি চাইনিজ রেস্তোরায় সংবাদ সম্মেলন করেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা জমিয়াতুল মোদারেছিনের ও মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ভোলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ অালহাজ্ব মোবাশ্বিরুল হক নাইম। লিখিত বক্তব্যে তিনি বলেন বোরহানউদ্দিন এর ঘটনায় পরস্পরা বিশ্লেষন করলে স্পষ্টভাবে প্রতিয়মান হয় এ ধরনের সেনসেটিভ ইস্যুতে উদ্ভুদ্ব পরিস্থিতি নিয়ন্ত্রনের ক্ষেত্রে পুলিশ সেদিন চরমভাবে ব্যার্থতার পরিচয় দিয়েছে।নুন্যতম সহনশীলতা প্রদর্শন না করে অতি উৎসাহি হয়ে পুলিশ তৌহিদী মুসলিম জনতার উপর নির্বিচারে গুলি করে ৪ টি তাজা প্রানকে হত্যা করে। যা গোটা জাতীকে গুলি করে হত্যা করার শামিল। হ্যাক হউক অার যাই হউক ১৮/১০/১৯ তারিখ থেকে ঘটনায় কোন সংখ্যালগুদের উপর কোন হামলা বা একটি ঢিলও মারার ঘটনা ঘটেনি। ২০/১০/১৯ ইং তারিখে তৌহিদী জনতার ব্যানারে অভিযুক্ত ব্যাক্তির বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশে অাগত শান্তিপ্রিয় ধর্মপ্রান মুসলিমদের মুখে সরকার বিরোধী বা কোন অাক্রমনাত্বক শ্লোগানও ছিলনা। হাতেও ছিলনা কোন লাঠি সোটা। তবুও কেন ঈমানী দাবী জানাতে অানা মুসলিম তৌহিদী জনতার উপর বিনা উস্কানিতে পুলিশ কর্তৃক নির্মমভাবে প্রাণঘাতী গুলি,হত্যাযজ্ঞ চালানো হল।অথচ যে অভিযুক্ত ব্যাক্তি মহান অাল্লাহ, তার রাসুল ( সঃ) ও নবী কন্যাকে নিয়ে ঘৃন্য কুটুক্তি করল তার বিরুদ্বে কিছু না করে পক্ষ্যান্তরে পুলিশের গুলিতে শহিদ হল ৪ জন নিরিহ ধর্মপ্রান মুসলমান। সেদিন তৌহিদী জনতা অভিযুক্ত ব্যাক্তির অাইনগত উপযুক্ত বিচার এর দাবীতে সমাবেশে এসেছিল।পুলিশ বা কারো উপরে হামলা চালানো তাদের কোন উদ্দেশ্য ছিলনা। সেদিনের সমাবেশ ছিল ৯২% মুসুলমানের ধর্মীয় অাবেগ অনুভুতির সমাবেশ। প্রশাসন সেদিন যথাসময়ে শান্তিপূর্ন সমাবেশটি করতে দিলে হয়ত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। অভিযুক্ত " বিপ্লব চন্দ্র শুভ" র অাইডি হ্যাক হয়েছে বললেও প্রকৃত তার অাইডি হ্যাক হয়েছে কি হয়নি বা তার অাইডি থেকে এরকম কুটুক্তি হয়েছে কিনা তা অাজও সাধারন মুসলিম জনতা জানা সম্ভব হয়নি। এ নিয়ে সাধারন মানুষ অন্ধকারেই থেকে গেল।তাই সরকার বা কর্তৃপক্ষের উচিত এ বিষয়টি নিয়ে দ্রুত খোলাসা করে জানানো যাতে এ বিষয়ে সকলে সহজেই বুজতে পারে বিশ্বাষযোগ্য হয়। তিনি বলেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা সেই দিনের হতাহতের ঘটনাকে কেন্দ্র করে " ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ " প্রথম থেকেই পুলিশ প্রশাসনকে দায়ী করে ৬ দফা দাবী নিয়ে ধারাবাহিক কর্মসুচী পালন করে অাসছিল যা অাপনারা অবগত রয়েছেন।কিন্তু প্রশাসনিক বাঁধা,নিষেধাজ্ঞা থাকা ও অাইনের প্রতি শ্রধ্বাশীল হয়ে অামরা কর্মসুচী সাময়িক স্থগিত করেছি। কিন্তু বোরহানউদ্দিন এর ঘটনায় হতাহতে ছাড়াও পুলিশের অজ্ঞাত মামলার কারনে হাজার হাজার মানুষ এলাকা ছাড়া হয়ে স্বাভাবিক জীবন যাত্রা অচল হয়ে পরেছে। গুরুতর অাহত রোগীরা যথাপোযুক্ত চিকিৎসা নিতে পারছে না, গ্রেফতার অাতংকে মানুষ। গ্রেফতার করে জিজ্ঞাসার নামে রিমান্ডে নামে অমানুষিক নির্যাতন করছে। অথছ যে ধর্ম অবমাননা করল,যারা গুলি করে ৪ জন ধর্মপ্রান মুসলিমকে হত্যা করল তাদের কোন বিচার তো হলই না উপরোন্ত ধর্মপ্রাণ মুসলিমদেরকেই মিথ্যা মামলা ও হয়রানির করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা অামরা কিছু দাবী নিয়ে অাজ ১৭/১১/১৯ ইং ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ অালম ছিদ্দিক মহোদয়ের মাধ্যমে মাননীয় স্বরাস্ট্র মন্ত্রী মহোদয়ের নিকট স্বারকলিপি প্রদান করছি। দাবীগুলো হলঃ মহান অাল্লাহ তায়ালা ও নবী হযরত মোহাম্মদ ( সঃ) সম্পর্কে কটুক্তি ইসলামে মারাত্মক ও ক্ষমার অযোগ্য অপরাধ।শরিয়তে এ বিষয়ে কোন মার্জনা নেই। তাই ধর্ম অাবমাননা কারীর সর্বোচ্চ শাস্তির বিধান রেখে মহান জাতীয় সংসদে অাইন পাশ করতে হবে,বোরহাউদ্দিন উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের এক হিন্দু ধর্মাবলম্বী ব্যাক্তি " বিপ্লব চন্দ্র শুভ" এর ফেইসবুক অাইডি থেকে মহান অাল্লাহ তায়ালা, নবী মোহাম্মদ ( সঃ),ও নবী কন্যা ফাতেমা( রাঃ) একে নিয়ে কুটুক্তি কারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মপ্রান মুসলিম তৌহিদী জনতার সাথে পুলিশের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশের দায়ের করা হয়রানীমুলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার ও গ্রেফতার কৃতদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে,ধর্মপ্রান নিরিহ,নিরস্ত্র, শান্তিপ্রিয় মুসলিম তৌহিদী জনতার উপর কোন রুপ উস্কানী ছাড়া অতি উৎসাহী হয়ে পুলিশের গুলিতে ৪ জন শহীদ ও বহু সংখ্যক অাহত ঘটনার দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃস্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি, এ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালগুদের বাড়ী ঘড়ে ও মন্দির ভাংচুর যে ঘটনাগুলো দেখানো হচ্ছে এর সাথে মুসলিম তৌহিদী জনতার কোন সম্পর্ক নেই। মূল ঘটনাকে অাড়ালে করতে এটি সাজানো ঘটনা বলে অামাদের ধারনা।এ ঘটনারও বিচার বিভাগীয় তদন্ত দাবী করছি, " বিপ্লব চন্দ্র শুভ" ফেইসবুক অাইডি হ্যাক করা হয়েছে কিনা তা সাধারন মানুষ অাদৌও জানতে পারেনি।তা জনগনের মাঝে খোলাসা করে প্রকাশ করা যাতে জনগন সহজে বুজতে ও বিশ্বাষ করে।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওঃ অাব্দুর রহমান খান তালুকদার,সহ সভাপতি মাওঃ মুফতি অাহম্মদ উল্লাহ, সহ সভাপতি মাওঃ অাতাউর রহমান মোমতাজী, সহ সভাপতি মাওঃ ইয়াছিন নবীপুরী, সহ সম্পাদক ও মুখপাত্র মাওঃ মিজানুর রহমানের, সহ সম্পাদক মাওঃ তরিকুল ইসলাম,উপদেস্টা মাওঃ মহিউদ্দিন সহ ওলামায়েকেরাম প্রমুখ।
মোঃ জহিরুল হক
১৭/১১/১৯ ইং
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ ও জেলা জমিয়াতুল মোদারেছিনের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ অাালহাজ্ব মোবাশ্বিরুল হক নাইম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।