বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর পুলিশের গঠিত ৫ সদস্য’র তদন্ত দল তাদের কাজ শুরু করেছে। রোববার (২৭ অক্টোকর) ঘটনাস্থল ঈদগাহ মসজিদ পরিদর্শন করে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল তাদের তদন্ত কাজ শুরু করেছে।
ঘটনার দিন ২০ অক্টোবর পুলিশ হেড কোয়ার্টার থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পিবিআই’র পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ হেড কোয়াটারের মোরশেদ আলম, এসবির হাফিজ শাহিন ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ। তদন্ত দল আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানায় পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি।
সহিংসতার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি জেলা প্রশাসন ও অপরটি পুলিশ প্রশাসনের তরফ থেকে। ইতোমধ্যে শনিবার (২৬অক্টোবর) প্রশাসনের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।