বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইন্দরকানীতে পৃথক মোবাইল কোর্টে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমান করা হয়েছে। সোমবার উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে প্লাষ্টিকের বস্তায় চাল রাখার অভিযোগে ভাই ভাই স্টোরকে ১ হাজার ও সুমন সাহা স্টোরকে ৫শ’ টাকা জরিমান করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।
অপরদিকে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইন্দুরকানী সদর বাজারে অভিযান চালিয়ে নি¤œ মানের খাবার তৈরি ও খাবারে স্যাকারিন দেয়ার অভিযোগে মায়ের দোয়া বেকারীকে ৪ হাজার এবং মা বাবার দোয়া বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সুমি রানী মিত্র। এসময় উপস্থিত ছিলেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ শোয়েব ও ইন্দুরকানী থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, প্লাষ্টিকের বস্তায় চাল রাখার অভিযোগে ২ ব্যবস্থা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ব্যবসায়ীরা যাতে এ ধরণের অপরাধ না করে তাই তাদের সতর্ক করার জন্য এ জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।