Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস বন্ধে খুলনা অঞ্চলে চরম ভোগান্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১:৫৭ পিএম

হঠাৎ করে সোমবার সকাল থেকে খুলনা অঞ্চলের সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। জানা যায়, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরী করার প্রতিবাদে শ্রমিকরা সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সোমবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে দূর-দূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এতে দেখা দিয়েছে জনদুর্ভোগ।
পরিবহন শ্রমিক নেতারা জানান, দুর্ঘটনার মামলায় জামিনযোগ্যসহ সড়ক আইনের কয়েকটি ধারায় সংশোধন করার দাবি রয়েছে তাদের। আইন সংশোধনের পরই এটি কার্যকর করা হোক। না করা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।

তারা আরও জানান, সরকারের বিভিন্ন দফতরে বারবার অনুরোধ সত্ত্বেও আইনটি সংশোধন ছাড়াই বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ কারণে খুলনায় সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ২১ ও ২২ নভেম্বর শ্রমিক ফেডারেশন বর্ধিত সভা ডেকেছে।



 

Show all comments
  • মজলুম জনতা ১৮ নভেম্বর, ২০১৯, ২:১৬ পিএম says : 0
    পরিবহন শ্রমিকদের দাবী মেনে নেওয়া হোক আলোচনার মাধ্যমে সমাস্যা সমাধান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস চলাচল বন্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ