Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ কোটি টাকার ইয়াবাসহ কারবারী জুলেখা আটক

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১০:১৯ এএম

৭ কোটি টাকা মুল্যের ১ লক্ষ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ জুলেখা বেগম নামে এক নারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

টেকনাফের হ্নীলায় অন্যতম ইয়াবা মওজুদের গোডাউন হিসাবে খ্যাত লেদা লামার পাড়ায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ জুলেখা বেগমকে (২২) আটক করতে সক্ষম হন। তাঁর ব্যবহৃত মোবাইল সেটও জব্দ করা হয়েছে।
র‌্যাব সুত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাতের প্রথম প্রহর (রাত সোয়া ১২টায়) র‌্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের একটি চৌকষ দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামার পাড়ার মোঃ আবুল কাশেমের বাড়িতে অভিযানে গেলে চিহ্নিত কিছু মাদক কারবারী পালিয়ে যায়।

পরে বাড়ি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১ লক্ষ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ রাসেলের স্ত্রী জুলেখা বেগমকে (২০) আটক করে।

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৭ কোটি ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা। ধৃত মহিলাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ