Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত হাসানুজ্জামান ক্লোজড

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ৬:০৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামানকে কেøাজড করা হয়েছে। রোববার সকালে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম নিজেই। তবে তাকে কী কারণে ক্লোজ করা হয়েছে সেটি না বললেও প্রশাসনিক কারণে তাকে ক্লোজ করা হয়েছে বলে তিনি জানান।
ওসি হাসানুজ্জামান নারায়ণগঞ্জ থেকে সদ্য বিদায়ী পুলিশ সুপার হারুন অর রশিদের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন। এসপি হারুনের ঘনিষ্ঠ হওয়ায় তিনি থানার সিনিয়র ওসিকেও মানতেন না বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ক্ষতার অপব্যবহার, সিনিয়রদের নির্দেশ না মানা, নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে কোন নেতীবাচক সংবাদ প্রকাশিত বা প্রচারিত হলে সাংবাদিকদের তুলে নিয়ে আসার হুমকি দিতেন।
তার বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ ছিল গত শুক্রবার রাতে তারই কক্ষে সরকারি দলের এক শীর্ষ নেতা এক বিচারপ্রার্থীকে মারধর করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে খোদ পুলিশ প্রশাসনেই তোলপাড় শুরু হয়। এরই প্রেক্ষিতে তকে ক্লোজড করা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ ক্লোজড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ