Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ ক্লোজড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ৬:৩৭ পিএম

রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের হাজতখানায় এক আসামির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তদন্ত কেন্দ্রটি ঘেরাও করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুড়লে ২৫ জন গুলিবিদ্ধ হয়। অপরদিকে জনতার ইট-পাটকেলের আঘাতে ৮ পুলিশ আহত হয়েছেন।

এই ঘটনায় তদন্ত কেন্দ্রটির ইনচার্জ (আইসি) আমিনুল ইসলামসহ ৫ পুলিশকে ক্লোজড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ, এলাকাবাসী এবং ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রটি পীরগঞ্জে ৫টি ইউনিয়নের আইন-শৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছে। তদন্ত কেন্দ্রটির ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম যোগদানের পর থেকেই তিনি আটক বাণিজ্য করে শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়াও নানান হয়রানি করে ওই আইসি সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। তার (আইসি) ওই অনৈতিক কাজের জন্য রংপুর সদরের পাগলাপীরের সোর্স জিয়াউর রহমানসহ ওই এলাকার বেশ কয়েকজনকে মৌখিকভাবে সোর্স নিয়োগ করে।

তাদের দ্বারাই এলাকাবাসীকে হয়রানি করে আসছে বলে জানা গেছে। এভাবে দিন দিন ক্ষোভে ফুঁসে উঠে ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশাজীবিসহ সাধারণ মানুষ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে উপেজলার বড়দরগা নামকস্থান থেকে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শামছুল ইসলাম (৫৫) কে চোলাই মদ সেবনের অভিযোগে তদন্ত কেন্দ্রটির পুলিশ আটক করে থানায় আনে।

ঘটনার রাতে শামছুলের পরিবারের সঙ্গে তদন্ত কেন্দ্রের আইসি যোগাযোগ করে মোটা অংকের টাকা দাবি করে বলে জানা গেছে। এরপর বুধবার সকাল ৮টার দিকে হাজতে পরিবারের লোকজন আটক শামছুলকে দেখতে আসে।

এ সময় আইসি তাদেরকে জানায়, টাকা দিলে তার বিরুদ্ধে (শামছুল) মামলা দিবে না। এতে অসহায় পড়ে শামছুলের পরিবার। একপর্যায়ে সকাল ৯টার দিকে শামছুল তার গায়ে থাকা ফতুয়া দিয়ে হাজতের জানালার গ্রীলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।
এ খবর ছড়িয়ে পড়লে ভেন্ডাবাড়ী এবং মিঠাপুকুরের লোকজন এসে থানা ঘেরাও করে। এ সময় উপস্থিত জনতাকে শান্ত করতে রংপুরের সার্কেল ডি অফিসার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান মাইকে কথা বলেন।

কিন্তু আইসির অত্যাচারে অতিষ্ঠ মানুষ বিক্ষুব্ধ হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুড়লে কলোনীবাজারের কাদের মিয়া (৪৫), চকবরখোদার তরিকুল ইসলাম (৩৫), পাকুরিয়ার রনি মিয়া (২৭) সহ ২৫ জন গুলিবিদ্ধ হন।
অপরদিকে জনতার পাটকেলের আঘাতে পুলিশের সার্কেল ডি এএসপি হাফিজুর রহমান, থানার ওসি সরেস চন্দ্রসহ ৮ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় আইসি আমিনুল ইসলাম, এএসআই হরিদাসসহ ৫ পুলিশকে ক্লোজড করা হয়েছে।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার উপস্থিত সাংবাদিক ও শত শত জনতার উদ্দেশ্যে বলেন, ঘটে যাওয়া ঘটনা ও উদ্ভুত পরিস্থিতির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, হাজতে যিনি (শামছুল হক) মারা গেছেন, তার ব্যাপারে তদন্ত করা হবে। তিনি মাদকসেবী কি না, কেন আত্মহত্যা করল, সেটাও দেখা হবে। বিশেষজ্ঞদের মতামত নিয়েই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে পুলিশ জড়িত হলেও ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত জনতা তদন্ত কেন্দ্রটির আইসি আমিনুলের কথিত সোর্স রংপুরের পাগলাপীরের জিয়াউর রহমান জিয়ার ব্যাপারে শত শত অভিযোগ তুলে ধরলে পুলিশ সুপার অনতিবিলম্বে তাকে গ্রেফতারের জন্য নির্দেশ দেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মামলার খবর পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ