Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার চান্দিনায় চালকের লাশ উদ্ধার

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ২:১৬ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাড়ির পাশ থেকে জাকির হোসেন (৪৮) নামে এক নসিমন চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার শ্রীমন্তুপুর মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্বার করা হয়। নিহত জাকির হোসেন ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
নিহতের বড় ভাই বাচ্চু মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে জাকির হোসেন চতুর্থ। সারাদিন নসিমন চালানোর পর প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সন্ধ্যার পর রাতের খাবার শেষে বাড়ির পাশের চা দোকানে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ মিলেনি তার। আজ শনিবার সকালে বাড়ি সংলগ্ন একটি ডোবার পাশে হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় জাকিরের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ