মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ২৪ জুন সিউলের বৈঠকে ভারতের অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে না বলে জানিয়েছে চীন। পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি শুধু সময়ের অপেক্ষা। কয়েকটি নিয়মকানুন ছাড়া বিশেষ আপত্তি নেই বেইজিংয়ের। ১৬ জুন বিদেশ সচিব এস জয়শঙ্করের গোপন বেইজিং সফর সামনে আসার পর গত রোববার এমনই জানিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই খবরের সত্যতা অস্বীকার করল জিংপিং সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং-এর দাবি, পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে সই না করা দেশগুলোকে এনএসজি সদস্যপদ দেওয়া হবে কিনা, সদস্য দেশগুলোর বৈঠকে শুধুমাত্র এই বিষয় কোনো দিনই জায়গা পায়নি। এ বছর সিউলের বৈঠকেও তার অন্যথা হবে না। এক্ষেত্রে ভারত একমাত্র ব্যতিক্রম নয়। এনপিটি চুক্তির বাইরে থাকা বাকি দেশগুলোর অন্তর্ভুক্তি নিয়েও বহু মত রয়েছে। এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে শুরু থেকেই বাগড়া দিয়ে এসেছে চীন। মার্কিন সুপারিশে অন্যান্য দেশগুলো অবস্থান পাল্টালেও নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়েনি তারা। বিজনেস ইনসাইডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।