মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে গণভোট ব্রেক্সিট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের শীর্ষ স্থানীয় ১০০ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা। তারা বলেছেন, যদি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় তাহলে বিশ্ব বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে ব্রিটেন যে নেতৃস্থানীয় অবস্থানে আছে তা হারাবে। এ বিষয়ে ভাইস চ্যান্সেলররা লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার কাছে একটি চিঠি লিখেছেন। এতে স্বাক্ষর রয়েছে যুক্তরাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রায় সব বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের। এতে স্বাক্ষর করেছেন ফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, ডারহাম ইউনিভার্সিটি, ব্রিস্টল ইউনিভার্সিটিসহ শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রধানদের। এতে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে তার কী প্রভাব পড়বে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হচ্ছে, ব্রেক্সিট নিয়ে শিক্ষাবিদদের যে দৃৃষ্টিভঙ্গি তা ফুটে উঠেছে এতে। ওই চিঠিতে বলা হয়েছে, প্রতি বছর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় অর্থনীতিতে ৭৩০০ কোটি পাউন্ড দিয়ে থাকে। এর মধ্যে ৩৭০ কোটি পাউন্ডই আসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের কাছ থেকে। এতে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত থাকায় বৃটিশ বিশ্ববিদ্যালয়গুলো সারা ইউরোপের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান। তারা এখানে গবেষণার সমৃদ্ধ সুযোগ পায়। শিক্ষা পায়। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে। এক্ষেত্রে স্বেচ্ছায় যদি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ব্লক (ইউরোপিয় ইউনিয়ন) থেকে বেরিয়ে যায় ব্রিটেন তাহলে তাতে ব্রিটেন যে বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে বিশ্বে নেতৃস্থানে আছে তা হ্রাস পাবে। এতে দুর্বল হয়ে পড়বে ব্রিটেনের ক্যাম্পাসগুলো। ভাইস চ্যান্সেলররা ওই চিঠিতে আরও বলেছেন, ইউরোপিয় ইউনিয়ন ত্যাগ করলে তাতে উচ্চ শিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ জটিল অবস্থায় পড়বে। বিশ্বে প্রতিযোগিতামুলক অর্থনৈতিক আবহে যুক্তরাজ্যকে দক্ষ অবস্থানে থাকতে হলে ওই বিনিয়োগ অত্যাবশ্যক। এটা স্ফটিকের মতো স্বচ্ছ যে, আমাদের অসাধারণ বিশ্ববিদ্যালয়গুলো ও ছাত্ররা ইউরোপে অন্যদের তুলনায় শক্তিশালী। নতুন জনমত জরিপে যখন দেখা যাচ্ছে ব্রেক্সিট গণভোটে পক্ষ-বিপক্ষে ভোটের ব্যবধান সামান্যই হতে পারে। এমন এক প্রেক্ষাপটে ভাইস চ্যান্সেলররা ওই চিঠি লিখলেন। গবেষণা প্রতিষ্ঠান ন্যাট-সেন যে জরিপ করেছে তাতে দেখা যাচ্ছে, ব্রিটেনকে ইউরোপের সঙ্গে থাকার পক্ষে সমর্থন দিচ্ছে শতকরা ৫৩ ভাগ মানুষ। আর ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে এ রায় শতকরা ৪৭ ভাগ। বিবিসি,রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।