Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ ডিসেম্বর দেয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ইতোমধ্যে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে ২০১৭ ও ২০১৮ সালের চলচ্চিত্র পুরস্কারের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এবার পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এবার গত দুই বছরের ২৮টি শাখায় ৬৪ জনকে পুরস্কৃত করা হবে। ২০১৭ সালে আজীবন সম্মাননা পাচ্ছেন এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ঢাকা অ্যাটাক। গহীনে বালুচর সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারের মনোনীত হয়েছেন বদরুল আনাম সৌদ। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন শাকিব খান ও আরিফিন শুভ। তারা দুজন পুরস্কার পাচ্ছেন যথাক্রমে সত্তা ও ঢাকা অ্যাটাক সিনেমার জন্য। হালদা সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা খলনায়কের পুরস্কার পাচ্ছেন জাহিদ হাসান। সেরা নায়ক ছাড়াও সত্তা সিনেমা চার ক্যাটাগরিতে পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা গায়ক জেমস, গায়িকা মমতাজ বেগম, সেরা গীতিকার সেজুল হোসেন এবং সেরা গীতিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন বাপ্পা মজুমদার। হালদা সিনেমার জন্য সেরা কাহিনীকার আজাদ বুলবুল ও সেরা চিত্রনাট্যকার হিসেবে তৌকীর আহমেদ পুরস্কার পাচ্ছেন। এদিকে ২০১৮ সালে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন আলমগীর ও প্রবীর মিত্র। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে পুত্র। জান্নাত সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ফেরদৌস আহমেদ ও সায়মন সাদিক। তারা পুরষ্কার পাচ্ছেন পুত্র ও জান্নাত সিনেমার জন্য। দেবী সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ