Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সরে দাঁড়াচ্ছেন ট্রাম্পের প্রচার ম্যানেজার

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলা ডোনাল্ড ট্রাম্পের প্রচার ম্যানেজার কোরি ল্যাবেনডস্কি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ট্রাম্প শিবিরের এক মুখপাত্র বলেছেন, কোরি ল্যাবেনডস্কি আর প্রচার কাজ করবেন না। দল তার কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদনের জন্য কৃতজ্ঞ বলে জানান তিনি। ল্যাবেনডস্কির প্রস্থানের সঠিক কারণ এখনও পরিষ্কার জানা যায়নি। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র মার্কিন গণমাধ্যমকে বলেছেন, তাকে বরখাস্ত করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে, প্রচার শিবির সাধারণ নির্বাচনী প্রচারের প্রয়োজনের সঙ্গে খাপ খাওয়ানোর পরিকল্পনা করছে। বিতর্কিত মন্তব্য এবং অভিবাসন নিয়ে কড়া নীতির কারণে ট্রাম্প তার নিজের দলের ঊর্ধ্বতন সদস্যদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে থাকার মধ্যে সরে দাঁড়াচ্ছেন তার প্রচার ম্যানেজার। অরল্যান্ডোর নৈশক্লাবে গুলিতে ৪৯ জন নিহতের ঘটনায় প্রতিক্রিয়া দেখানো নিয়ে সমালোচনার শিকার হয়েছেন ট্রাম্প। গুলির ঘটনার পর ট্রাম্প ফের মুসলিমদেরকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার কথা জোর গলায় বলেছেন। বিবিসি, এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরে দাঁড়াচ্ছেন ট্রাম্পের প্রচার ম্যানেজার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ