Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

যশোরে সরকারি ৬৭১ বস্তা চাল জব্দ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০০ পিএম

যশোরের বাঘারপাড়ার খাজুরা ক্যাম্পের পুলিশ ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে। একই সঙ্গে আড়তমালিক ও কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর আড়তে এ ঘটনা ঘটে।

আড়তমালিক দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি ফরিদপুর থেকে ২০ টাকা দরে চাল কিনেছি। কিশোর ও শাফায়াতের কাছ থেকে চালগুলো কিনেছি। মালের চালান পুলিশের কাছে রয়েছে।

বাঘারপাড়ার ওসি জসীম উদ্দীন জানান, একটি ট্রাক থেকে চালের বস্তা আড়তের সামনে নামানো হচ্ছিল। চালের বস্তাগুলো খাদ্য অধিদফতরের সিলযুক্ত।

সরকারি চাল নামানো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ যায়। পরে দেখা যায় ঘটনা সত্য এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আড়তমালিক দেলোয়ার হোসেন দিলু এবং চালক মো. মাসুদকে আটক করা হয়েছে। চালকসহ কাভার্ডভ্যান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও তানিয়া আফরোজ জানান, আড়তদার যে তথ্য দিয়েছেন, তাতে অসংলগ্নতা রয়েছে। কিন্তু চালগুলো সরকারি এবং এগুলো বাইরে বিক্রি করা নিষিদ্ধ। সে কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

একই সঙ্গে তিনি যাদের কাছ থেকে চাল কিনেছেন, সেখানেও অভিযান চালানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল জব্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ