Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিন উপলক্ষে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ২৯টি বইয়ের নাম নিয়ে গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ’র আজ ৭১তম জন্মদিন। বাংলার সাহিত্যে নতুন ধারার সৃষ্টির মাধ্যমে পাঠকদের মনে স্থান করে নিয়েছিলেন তিনি। এবারের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে সাউন্ডহ্যাকার তাদের প্রথম মৌলিক গান পরিবেশন করতে যাচ্ছে ড্যানকেক ও সাউন্ডহ্যাকার প্রেজেন্টস ‘কোথাও কেউ নেই’ শিরোনামে। গানটির কথাগুলো নেয়া হয়েছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ২৯টি বইয়ের নাম থেকে। কথাসাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবাল বলেন, যদি কেউ হুমায়ূন আহমেদ-এর বইগুলো পড়ে থাকে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে গানের কথাগুলো তার বইয়ের নাম থেকে নেয়া, তাছাড়া বোঝার উপায় নেই যে কথাগুলো হুমায়ূন আহমেদের বইয়ের নাম। গানটি শুনে আমি খুবই অভিভূত। হুমায়ূন আহমেদ এর প্রতি ভালোবাসা প্রকাশের আর কোনো উপায় আমার জানা নেই। ড্যানকেক বাংলাদেশের হেড অফ মার্কেটিং মিনহাজ হোসেন বলেন, হুমায়ূন আহমেদ উপমহাদেশের অনেক সৃজনশীল চিন্তার কারিগর। তার লেখার মাধ্যমে আমাদের চিন্তা শক্তি, কল্পনা শক্তি বেড়েছে, যা সবসময় প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়াবে। ড্যানকেক সবসময় সৃজনশীল কাজকে প্রাধান্য দিয়ে থাকে তাই ‘কোথাও কেউ নেই’ গানটির সাথে শুরু থেকেই আছে এবং থাকবে। গানটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবিব, ওস্তাদ ইয়াকুব আলী খান, জয় শাহরিয়ার আরো অনেকে। গানটি গেয়েছেন এ প্রজন্মের দুই সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও তাসনিম আনিকা এবং গানটিতে মডেল হিসেবে ছিলেন নাহিদ আফরোজ সুমী। গানটি লিখেছেন নীল মাহবুব এবং সুর সঙ্গীত করেছেন শরীফ সুমন ও অদিত। গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণও শেষ হয়েছে। রাজধানীর পুরোনো ঢাকার বিউটি বোর্ডিং-এ গানটির দৃশ্যায়ণ করা হয়। গানটির অনলাইন ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে রকমারী.কম। গানটিতে শাস্ত্রীয় ও ওয়েস্টার্ণ মিউজিকের একটি মেলবন্ধন রয়েছে, যে কারণে গানটি এক অন্যরকম দ্যোতনার সৃষ্টি করবে শ্রোতা দর্শকের মাঝে। গানটি সাউন্ড হ্যাকারÑএর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ