Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৮ হাজার ইয়াবাসহ শ্যামলী বাসের যাত্রী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ২:৫৬ পিএম

২৮ হাজার ইয়াবাসহ শ্যামলী বাসের এক যাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে এ অভিযান পরিচালনা করা হয়
র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে শ্যামলী পরিবহনের একটি বাস যোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার দিকে যাচ্ছে-এমন খবরের ভিত্তিতে র‌্যাব মহিপালে চেকপোস্ট বসায়।
এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে ড্রাইভার র‌্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রী তল্লাশী শুরু করলে বাসের ভেতর থেকে এক যাত্রী তার সাথে থাকা একটি ট্র্যাভেলস ব্যাগ নিয়ে বের হয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা মোঃ সাইফুল ইসলাম (৩২) নামে ওই যাত্রীকে আটক করে।
পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ২৮ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীেেক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ