Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইয়াবাসহ সুপারভাইজার গ্রেফতার, স্টার লাইনের বাস জব্দ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ২:৩৪ পিএম

প্রায় ১০ হাজার ইয়াবাসহ সুপারভাইজারকে গ্রেফতারের পর স্টার লাইন পরিবহনের একটি এসি বাস জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরীর অংলকার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব কর্মকর্তারা জানান, বাসটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। তাতে ইয়াবার চালান আছে এমন খবর পেয়ে বাসে তল্লাশি করা হয়। এসময় সুপাভাইজার হারুন অর রশিদ (৪৩) বাস থেকে নেমে পালাতে শুরু করেন। র‌্যাব তাকে আটক করে।
পরে তার দেখানে মতে বাসের ভেতরে অভিনব কায়দায় লুকানো নয় হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। উক্ত বাসটি (ঢাকা মেট্রো-ব- ১৫-৩৭১১) জব্দ করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত হারুন বাসের সুপারভাইজার হিসেবে কাজ করার আড়ালে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৬২ হাজার টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ২ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ