বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত দুই ভারতীয় নাগরিক ও ভারতের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত এক বাংলাদেশী নাগরিককে সোমবার নিজ নিজ দেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড় জেলার রংরা থানার ইমবোলকা গ্রামের মৃত ক্ষীতিন্দ্র মারাকের পুত্র জ্যাকাস সাংমা ও তার ছোট ভাই কিন্ডো এ সাংমা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজার মেয়াদ শেষ হওয়ায় ১১ নভেম্বর সকালে নেত্রকোনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করে। অপরদিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গাঁওবাড়ী গ্রামের মাইকেলের পুত্র ফ্যাংমান সাংমা ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক থাকার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের তত্বাবধানে স্বদেশ ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়। এরই প্রেক্ষিতে বিজিবি ৩১ ব্যাটালিয়নের বিজয়পুর কোম্পানী কমান্ডার ও বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের বাগমারা কোম্পানী কমান্ডারের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশের মধ্যে সোমবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে দূর্গাপুর উপজেলার বিজয়পুর এলসি স্টেশন দিয়ে নিজ নিজ দেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।