Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসল ভারতকে দেখল জিম্বাবুয়ে

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগের দিন এক নারীকে ধর্ষণের ঘটনায় সরগরম জিম্বাবুয়ে ও ভারত ক্রিকেট। দিনভর দোষী হিসেবে একজন ভারতীয় ক্রিকেট দলের সদস্যের নাম এলেও সন্ধ্যা ঘনাতে ঘনাতে সেটি উল্টে চেহারা পেল একজন ব্যবসায়ীর। ঠিক তার একদিন বাদে ক্রিকেট মাঠে তার জবাবটা যেন ভালোভাবেই দিল মহেন্দ্র সিং ধোনির আসল ভারত। জিম্বাবুয়ের মাটিতে টি২০ সিরিজের প্রথমটিতে হোঁচট খাওয়া ভারত নির্মম প্রতিশোধ নিয়েছে দ্বিতীয় ম্যাচেই। স্বাগতিকদেরকে হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে। তাও আবার ৪১ বল হাতে থাকতে। গতকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে অভিষিক্ত বারিন্দার ¯্রানের বোলিং তাÐবে তছনছ হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইন। নির্ধারিত ২০ ওভারে ১০০ রানও করতে পারলেন না ক্রেমাররা। নয় উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান করেছে আফ্রিকান দলটি। শত রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারে ১০৩ রান করে ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসল ভারতকে দেখল জিম্বাবুয়ে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ