Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা সীমান্তে জালনোটসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ২:২১ পিএম

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ইব্রাহিম গাজী ছোট (২৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। রবিবার দিবাগত রাতে কলারোয়া উপজেলার মাদরা বিওপির সদস্যারা তাকে আটক করেন।
আটককৃত ইব্রাহিম গাজী ভারতের চব্বিশ পরগনা জেলার সরুপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চান্দা গ্রামে মসজিদের পাশে অভিযান চালায়। এ সময় সেখান ভারতীয় নাগরিককে জাল নোট ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি জানান, ভারতীয় নাগরিকের সহযোগি কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কিবরিয়া বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জালনোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ