Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটিএম মেশিনে টাকা ঢুকানোর আগে জালনোট পরীক্ষার নির্দেশ

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট ঃ ব্যাংকের এটিএম মেশিনে টাকা ঢুকানোর আগে জালনোট সনাক্তকারী মেশিন দিয়ে পরীক্ষা করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র রমজান উপলক্ষে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া ও দেওয়ার সময় এবং এটিএম মেশিনে টাকা ঢুকানোর সময় অবশ্যই জালনোট সনাক্তকারী মেশিন দিয়ে সেগুলো পরীক্ষা করতে হবে। সার্কুলারে আরও বলা হয়, জালনোট প্রতিরোধে বগুড়া জেলাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরের জনসমাগমস্থলে সপ্তাহের যেকোনো একদিন সন্ধ্যার পর এক ঘণ্টা করে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা ভিডিও চিত্র প্রদর্শন করার উদ্যোগ নিতে হবে। ব্যাংক খোলা থাকা অবস্থায় প্রতিটি শাখার ভেতরে থাকা টিভিতে এই ভিডিও প্রদর্শন করতে হবে। একইসঙ্গে এসব উদ্যোগ গ্রহণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম মেশিনে টাকা ঢুকানোর আগে জালনোট পরীক্ষার নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ