Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ অধ্যাপক সোকোলোভ-এর ব্যাগে প্রেমিকার কাটা হাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ১:২৪ পিএম

রাশিয়ার ইতিহাসের একজন খ্যাতনামা অধ্যাপকের ব্যাগের ভেতর এক নারীর কাটা হাত পাওয়া যাওয়ার পর তিনি ঝগড়ার এক পর্যায়ে প্রেমিকাকে হত্যার কথা স্বীকার করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার বিবিসি জানায়, ৬৩ বছরের ওলেগ সোকোলোভ নামক ওই অধ্যাপককে মদ্যপ অবস্থায় একটি নদী থেকে উদ্ধার করা হয়। মদ্যপ অবস্থায় তিনি নদীতে পড়ে গিয়েছিলেন। নদীতে নারীর লাশের টুকরো ফেলতে গিয়েছিলেন তিনি।  
তার ব্যাকপ্যাকের ভেতর থেকে দুইটি কাটা হাত পাওয়া গেলে পুলিশ তল্লাশি শুরু করে এবং পরে তার বাড়ি থেকে ওই নারীর মৃতদেহের বাকী অংশ উদ্ধার করে। নিহত নারীর নাম আনাস্তাসিয়া ইয়াশচেঙ্ক  (২৪)। তিনি অধ্যাপকের সাবেক ছাত্রী।
ইতিহাসের অধ্যাপক সোকোলোভ একজন ‘নেপোলিয়ান বিশেষজ্ঞ’ হিসাবে সুপরিচিত। এজন্য ফ্রান্স সরকার তাকে বিশষভাবে পুরস্কৃত করেছে।
তার আইনজীবী বলেন, “আমার মক্কেল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি এ কাজের জন্য অনুতপ্ত এবং পুলিশকে সব ধরনের সহযোগিতা করছেন।”
পুলিশ জানায়, অধ্যাপক সোকোলোভ তাদের বলেছেন, প্রেমিকার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তিনি তাকে হত্যা করেন এবং মৃতদেহের মাথা, হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলেন। “তিনি মৃতদেহ গুম করে তারপর নেপোলিয়ানের মত পোশাক পরে জনসম্মুখে আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন।”
নদী থেকে উদ্ধার করার পর অধ্যাপক সোকোলোভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পানিতে অনেক্ষণ থাকায় তিনি মারাত্মক হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
নেপোলিয়ানকে নিয়ে বেশ কয়েকটি বই লিখেন সোকোলোভ। তিনি কয়েকটি চলচ্চিত্রে ইতিহাসবিদের চরিত্রে অভিনয়ও করেছেন। তিনি ও তার প্রেমিকা একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন।
তারা জুটি বেঁধে ফরাসি ইতিহাস পড়তেন এবং ওই সময়ের চরিত্রের মত পোশাক পরতে ভালোবাসতেন। সোকোলোভের ছাত্র-ছাত্রীরা তাকে একজন অত্যন্ত দক্ষ অধ্যাপক বলে বর্ণনা করেছেন, তিনি ফরাসি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। একইসঙ্গে তার মধ্যে নেপোলিয়ানকে নিয়ে রীতিমত ‘পাগলামী’ ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ অধ্যাপক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ