Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুলবুল ক্রমশ শক্তি হারিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে শেষ রাতে

নাছিম উল আলম | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ১০:১৮ এএম

ঈদ ই মিলাদুন নবী (সাঃ) এর রাতে এক মহা দূর্যোগ থেকে আল্লাহ রাব্বুল আল-আমীন বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন
মহান ১২ রবিউল আউয়াল-এর ঈদ ই মিলাদুন নবী (সাঃ) এর রাতে এক মহা দূর্যোগ থেকে মহান আল্লাহ রাব্বুল আলআমীন বাংলাদেশের মানুষকে রক্ষা করতে চলেছেন। দেড় কোটি মানুষকে দীর্ঘ উৎকন্ঠায় রেখে ঘূর্ণিঝড় বুলবুল শেষ রাতে বাংলাদেশ উপক’লে সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনে দূর্বল আঘাত হানতে চলেছে। দীর্ঘ পথ পরিক্রমার পরে শণিবার রাত ৯টার কিছু আগে ভারতের পশ্চিম বঙ্গের সাগরদ্বীপ উপক’লে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পরে। এরপরে বুলবুল ক্রমশ শক্তি ক্ষয় করে উত্তর, উত্তর-পূর্বদিকে এগুতে থাকে। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পশ্চিমবঙ্গ উপক’ল অতিক্রমকালে বুলবুল ক্রমশ শক্তি হারিয়ে উত্তর দিকে এগুচ্ছে। শেষ রাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপক’লে প্রবেস করার সময় সিবসা নদীর বঙ্গোপসাগর মোহনা সহ পশ্চিম দিকে সুন্দরবনের হারিয়াভাঙ্গা পর্যন্ত সবগুলো নদীতেই ভাটির টান শুরু হয়ে যাবে। ফলে জোয়ারে ভর করে বুলবুল যতটা শক্তি সঞ্চার করতে পারত তা আর হচ্ছে না।
ফলে শক্তি ক্ষয় করে বুলবুল বাংলাদেশের সুন্দরবন উপক’লে প্রবেসে করলেও বিশাল উপক’লভাগের কোটি মানুষের জানমাল রক্ষা করছেন মহান আল্লাহ রাব্বুল আল আমীন। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বের হিসেব অনুযায়ী শণিবার সন্ধার পরেই পূর্ণ জোয়ারে বাংলাদেশ উপক’লে বুলবুল প্রবেস করলে তার তীব্রতা অনেক বাড়তে পারত। দীর্ঘ পথ পরিক্রমা বিলম্বিত করে পূর্ণ ভাটির সময় ভারত-বাংলাদেশের মধ্যবর্তি সুন্দরবন উপক’লে প্রবেসের আগেই তেজদিপ্ত বুলবুল অপেক্ষাকৃত স্তিমিত হয়েছে। পাশাপাশি সুন্দরবনের প্রকৃতিক বনভ’মি বুলবুল’কে রুখে দিতে প্রস্তুত রয়েছে।
ফলে ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা সুন্দরবন উপক’ল হয়ে বাংলাদেশের অভ্যন্তরভাগে প্রবেস করে স্থল নি¤œচাপে পরিনত হবার আগেই তা ক্রমশ দূর্বল হতে থাকবে বলে মনে করছেন আবহায়াবীদগন। রবিবার দুপুরের পরেই দক্ষিণাঞ্চল সহ উপক’লভাগের আবহাওয়া পরিস্থিতি উন্নতি ঘটতে শুরু করতে পারে বলেও আশা করছেন আবহাওয়াবীদ গন। রাতে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমগ্র দক্ষিণাঞ্চলে হালকা বাতাস বইলেও বেশীরভাগ এলাকাতেই বৃষ্টিপাত স্তিমিত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় বুলবুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ