বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থমকে গেছে। আঘাতের আগেই বিকাল ৪টার পর থেকেই অন্ধকার নেমে এসেছে। বাতাসে হিমেল হাওয়া। ঘরের বের হওয়া কঠিন হচ্ছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইলের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুলবুল মোকাবেলায় সব ধরণের প্রস্ততি নেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর-আশাশুনি, খুলনার কয়রা-দাকোপ, বাগেরহাটের বিভিন্ন এলাকার অথিকাংশ বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত সহ্য করতে পারবে কিনা সন্দেহ রয়েছে। জলোচ্ছাসে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হলে বাড়িঘর, মাছের ঘের ডুবে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।