Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরপুরে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

মাইকিং এর পরে সাইক্লোন শেল্টারে আশ্রয়ে ব্যস্ত জনসাধারণ

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৪:৪৩ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব দেখা দিয়েছে। শনিবার সকাল থেকেই উপজেলার সমস্ত এলাকায় প্রচুর বৃষ্টিপাতসহ হালকা ধমকা হাওয়া বইছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটসহ জনজীবনে অস্বস্থি নেমে এসেছে। নাজিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক মাইকিং করার পরে জনগণ যার যার নিকটস্থ সাইক্লোন শেল্টারে গরু, ছাগল, হাস, মুরগি নিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার হুরদুম পরেছে। সব মিলিয়ে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। বুলবুল মোকাবেলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তুতিমূলক সভাও করা হয়েছে। নাজিরপুর উপজেলায় আবহাওয়া অফিসের দেওয়া ১০ নম্বর সতর্কতা সংকেত পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ থেকেই মানুষজনদের সতর্ক করার জন্য এলাকায় এলাকায় বেলা ১০ টার পরে মাইকিং করা হয়েছে। ঘূর্ণিঝড় জনিত কারণে সকাল থেকেই এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একবার বিদ্যুৎ আসলেও আবার তা মুহূর্তের মধ্যে চলে যায়। নাজিরপুর উপজেলা প্রশাসন সাইক্লোন শেল্টার রয়েছে এমন ১৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালিকা মাইকিং এর মাধ্যমে ঘোষণা করেছেন। তবে নাজিরপুর সদর থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত ৬৭ নং পূর্ব কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে গিয়ে দেখা যায় জনসাধারণ নিরাপদে রাত্রীযাপন করার জন্য তাদের কাঁথা, বালিশ ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অবস্থান করেছে। নাজিরপুর উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় উপজেলার সকল সরকারী কর্মকর্তাদের ছুটি বাতিলসহ সার্বক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আক্তার জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় এখানে সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধাণগণদের দু’টি করে রুম খোলা রাখতে বলেছি এবং আমাদের এ উপজেলায় ১৮ টি সাইক্লোন শেল্টার সার্বক্ষণিক স্বেচ্ছাসেবকগণের মাধ্যমে তদারকি চলছে। এ ছাড়া তারা সার্বক্ষণিক আপডেট খবর মানুষের কাছে দিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় বুলবুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ