Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে বুলবুল : আগ মুহূর্তে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৩:০৩ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আগ মুহূর্তে পিরোজপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে স্থানীয়রা।

এদিকে জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে চলছে মাইকিং।
জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রস্তুতি হিসেবে পিরোজপুরের ৭ টি উপজেলায় ২২৮ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে ১ লক্ষ ৭৩ হাজার লোক আশ্রয় নিতে পারবে। দুর্যোগ আক্রান্ত মানুষের স্বাস্হ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৬৯ টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ৭টি উপজেলায় একটি করে এবং জেলায় আরও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে জরুরী ভিত্তিতে সেবা দেওয়ার জন্য ১,২৭৫ জন স্বে”ছাসেবক এবং ৪৩৫ জন স্কাউট সদস্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে দুর্যোগ আক্রান্ত মানুষকে সরবরাহের জন্য শুকনো খাবারও কেনা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় বুলবুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ