Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সাইক্লোন শেল্টারে যেতে মাইকিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১২:০১ পিএম

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ খুলনা উপকূলের যতই কাছে আসছে, ততই আতঙ্ক বাড়ছে এসব এলাকার বাসিন্দাদের মধ্যে। তাই এসব এলাকার বাসিন্দাদের সাইক্লোন শেল্টারে যেতে মাইকিং করা হয়েছে।

শনিবার সকাল থেকে সুন্দরবন উপকূল সংলগ্ন খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

স্থানীয়দের স্ব স্ব এলাকার সাইক্লোন সেন্টারে যেতে অনুরোধ করা হচ্ছে। এছাড়া প্রশাসন ও স্বেচ্ছাবেকরাও উপকূলবাসীকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করতে বেশ তৎপর রয়েছে।

তবে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেউ সাইক্লোন সেন্টারে যাননি। কেউই নিজ আঙ্গিনা ছেড়ে যেতে রাজি হচ্ছে না। জেলায় প্রস্তুত রাখা ৩৪৯ সাইক্লোন সেন্টারে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৯৫০ জনকে আশ্রয় দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় বুলবুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ