Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে ভূমিকম্পে নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০৩ পিএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো ১২০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২:২০ মিনিটের দিকে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি। এ খবর দিয়েছে আরব নিউজ ও সিএনএন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি পূর্ব আজারবাইজানের হাশত্রুদ শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে আঘাত হানে। এতে একাধিক ছোট গ্রাম ধ্বংস হয়ে গেছে বলে জানায় ইরানের আধা-রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ইরান ভূমিকম্পপ্রবণ আরবীয় ও ইউরেশীয় প্লেটের প্রধান চ্যুতি রেখার মাঝখানে অবস্থিত। দেশটিতে পূর্বেও প্রাণঘাতী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত বছর ইরাক-ইরান সীমান্তে আঘাত হানা এক ভূমিকম্পে প্রাণ হারায় অন্তত ৩৬১ জন মানুষ।

এর আগে, ২০১৭ সালে ইরাক-ইরান সীমান্তে র কাছে ৭.৩ মাত্রার এক ভূমিকম্পে নিহত হয় ৪০০’র বেশি মানুষ। চলতি শতকে ইরানে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয় ২০০৩ সালে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাম শহরে আঘাত হানা ৬.৬ মাত্রার এক ভূমিকম্পে মারা যায় প্রায় ২৬ হাজার মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানে ভূমিকম্পে নিহত ৫

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ