Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে র‌্যাবের অভিযানে ২২শ’ পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোটার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১১:৫৯ এএম

র‌্যাবের অভিযানে চাঁদপুরের শাহরাস্তির উনখিলা গ্রাম থেকে ২২শ’ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আকটক করা হয়েছে। ৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে অভিযানে লাভলী আক্তারের (২৫)বসতঘর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আটক লাভলী ঐ বাড়ির মোঃ আব্দুর রহিমের স্ত্রী।
এ সময়ে ১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছে, আটক লাভলী আক্তার শাহরাস্তি থানার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত শাহরাস্তি থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার কথা স্বীকার করেছে লাভলী।

এ বিষয়ে আটক আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ