Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দল না দেখেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি’

ভিসিদের দুর্নীতির প্রমাণ দিতে না পারলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা : গণভবনে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:৩৯ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন বরদাস্ত করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ অপরাধ করলে আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। সে কোন দল করে কি করে সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমি অপরাধীদের কোনোমতে রক্ষা করার জন্য বলি না। অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। গতকাল প্রধানমন্ত্রীর তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি তো জানি না বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়ার বিঘœ ঘটিয়ে আন্দোলন করবে, সঙ্গে সঙ্গে তাদের বহিস্কার করে দেওয়া উচিত। দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য সৃষ্টি করছে; তাদের অভিযোগ প্রমাণ করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীদের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারবে না। ওই দুর্নীতি দুর্নীতি করে ক্লাসের সময় নষ্ট করবে, ক্লাস চলতে দেবে না, ইউনিভার্সিটি চলতে দেবে না। আন্দোলনের নামে ভিসির বাড়িতে আক্রমণ, অফিসে আক্রমণ, ভাঙচুর, নানা ধরনের ঘটনা ঘটাবে। এই যে ভাংচুর এটাতো এক ধরনের সন্ত্রাসী কর্মকান্ড। ছাত্র-শিক্ষকরা এ ধরনের কর্মকান্ড কেন ঘটাবে? তারা ক্লাস কেন বন্ধ করবে? তিনি বলেন, প্রত্যকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কত টাকা তারা খরচ করে তাদের পড়ার জন্য। সরকারের পক্ষ থেকে টাকা খরচ করা হয়। স্বায়ত্তশাসন তাদের আছে। স্বায়ত্তশাসন হলে তো তাদের নিজেদের অর্থের যোগান দিয়ে তাদের প্রতিষ্ঠান চালানোর কথা। কিন্তু প্রতিবছর বাজেটে আমরা টাকা দেই। বাজেটে আমরা টাকা দেবো কিন্তু সেখানে সরকার কিছুই করতে পারবে না। দিনের পর দিন ক্লাস বন্ধ করে থাকবে। এটাতো হয় না।

বুয়েটে আবরার হত্যার খুনিদের গ্রেফতারসহ সরকার পদক্ষেপ নেওয়ার পরও বুয়েটের আন্দোলন অযৌক্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বুয়েটে যে ঘটনা ঘটলো আবরার হত্যা আমরা সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সবাইকে গ্রেফতার করা হয়েছে। ছাত্ররা আন্দোলনের আগে যখনই খবর এসেছে তখনই আমরা অ্যাকশন নিয়েছি। তারপরও তারা আন্দোলন নেমেছে। এখন তাহলে আন্দোলন কীসের জন্য। আমার সেখানে প্রশ্ন, দিনের পর দিন ক্লাস করতে দেবে না, নিজেরা ক্লাস করবে না। তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে থাকবে কেন?
প্রধানমন্ত্রী বলেন, খরচ আমরা করি। যখনই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কোনো কাজ দেওয়া হয়, যখনই প্রজেক্ট দেওয়া হয় তখনই যেন এই আন্দোলন ঘণীভূত হয়ে ওঠে। কেন? যারা আন্দোলন করেন তাদের কি ভাগ বাটোয়ারার ব্যাপার আছে নাকি। নাকি ভাগে কম পড়ছে। আমার প্রশ্ন সেখানেও আছে। আমি জানি খুব রূঢ় হচ্ছি। বাস্তবে আমার মনে প্রশ্ন জেগেছে এটা কেমন কথা।

শেখ হাসিনা বলেন, হয়তো উন্নয়ন প্রজেক্ট পাস হয়ে গেছে, কিন্তু টাকাও ছাড় হয়নি। তার আগেই দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন কী কারণে। কার ভাগে কম পড়লো যে এই আন্দোলন। আর এভাবে অন্য ছেলেদের জীবন নষ্ট করার কি অধিকার আছে। শিক্ষাপ্রতিষ্ঠান চলছে ঠিক আছে, যদি অভিযোগ থাকে বলুক, আমরা আইনগত ব্যবস্থা নেবো। কিন্তু যেখানেই আমরা একজন ভিসি করলাম তার বিরুদ্ধে আন্দোলন। এর সঙ্গে শিক্ষকরাও জড়িত, শিক্ষকরা ছাত্রদের ব্যবহার করছে। এটা কোন ধরনের কথা, এখানে কি কোন ডিসিপ্লিন থাকবে না। আইন প্রয়োগ হবে না। আর আমাদের কিছু কিছু আছে এটাকে উসকানো হয়। বিষয়গুলোও আপনাদের দেখা দরকার।

অতীতের সেশন জটের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আগে সেশনজট ছিল, এখন কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো নেই। অন্য বিশ্ববিদ্যালয়ে কমে গেছে। শিক্ষার সে পরিবেশ আমরা সৃষ্টি করেছিলাম। মনে হচ্ছে সেটাকে ধ্বংস করার একট চক্রান্ত। রহস্যটা কী? দেশটা কি চলছে না। দেশটা কি এগোচ্ছে না, দারিদ্র্য কি হ্রাস পায়নি? দারিদ্র্য হ্রাস পেয়েছে, মানুষের আয় বেড়েছে, মানুষের কর্মসংস্থান হয়েছে, এখন তো কারো বসে থাকার সুযোগ নেই।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমার কথা জানেন, কেউ অপরাধ করলে আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। সে কোন দল করে কি করে সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমি অপরাধীদের কোনোমতে রক্ষা করার জন্য বলি না, আমার দলের সম্মান নষ্ট হবে বা আমার দল ক্ষতিগ্রস্থ হবে আমি কিন্তু সেটা চিন্তা করি না। আমার কাছে কিন্তু অপরাধীকে অপরাধী হিসেবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি।

গত পহেলা নভেম্বর দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুপৃষ্ট হয়ে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় পত্রিকাটির কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা অনুষ্ঠান আয়োজন করে, তাদের একটা দায়িত্ব থাকে। রেসিডেন্সিয়ালে একটা ঘটনা ঘটলো। আয়োজকরা এটাকে এতটা নেগলেট করেছে! বাচ্চাটা মারা গেছে, এরপরও ঘটনাটা চাপা দিয়ে অনুষ্ঠান চালিয়ে গেছে।

দুর্ঘটনার পর নিহত নাঈমুল আবরারকে কাছাকাছি কোনো হাসপাতালে না নিয়ে মহাখালীতে নেওয়ার ঘটনার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ধানমন্ডিতে এতোগুলো হাসপাতাল, তবুও মহাখালীতে নিয়ে গেলো। প্রথম আলো এ ধরনের একটা ঘটনা কীভাবে ঘটায়? তাদের কোনো দায়বদ্ধতা নেই? ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করছে। তাদের নিরাপত্তা না দেখা এটাও তো গর্হিত অপরাধ। এটা তো বরদাস্ত করা যায় না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজররুল ইসলাম। এছাড়াও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। ##

 

 



 

Show all comments
  • ফয়েজুল ৮ নভেম্বর, ২০১৯, ১২:৩৫ এএম says : 0
    এগুলো কয়েকটা ছাওয়াল পাওয়াল হাজার হাজার বড় মাথা বলতে প্রতেকটা সরকারি মাথা
    Total Reply(0) Reply
  • KM Rezaul Karim ৮ নভেম্বর, ২০১৯, ৭:০৭ এএম says : 0
    ভিসির দূর্নীতিবাজ প্রমাণ দিলে তখন কি হবে। এই দূর্নীতিবাজ ভিসি ছাত্রলীগকে কোটি টাকা ঈদ সেলামি দিয়েছিল, ইহা দূর্নীতি নয়?
    Total Reply(0) Reply
  • Shafiqul Islam Saddam ৮ নভেম্বর, ২০১৯, ৭:০৭ এএম says : 0
    সাধারন ছাত্র,ছাত্রী ও শিক্ষক কিভাবে তদন্ত করবে??? আপনি চাইলে এবং জরুরী নির্দেশ দিলে সরকারি RAB, police, army দের তবে এরা সঠিক সত্য উদঘাটন করতে পারবে। আমার কলিজাকে(দেশকে) আল্লাহ্ নিজ কুদরতের দ্বারা রক্ষা করো।
    Total Reply(0) Reply
  • Saiful Alom Nazrul ৮ নভেম্বর, ২০১৯, ৭:০৮ এএম says : 0
    "যা রটে কিছু হলেও ঘটে"। তাছাড়া জাগ্রত ঘুমের মানুষকে যেমন জাগানো যায়না তেমনি কেহ প্রমাণ দেখে-বুঝেও না বুঝার ভান করলে তাকে বুঝানো যায়না।।
    Total Reply(0) Reply
  • Md. Ataullah ৮ নভেম্বর, ২০১৯, ৭:০৮ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী, জাবি'র এই মহিলা ভিসি যখন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিলো তখন বিভিন্ন সংবাদ মিডিয়ায় উনার বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রতিবেদন এসেছিলো।
    Total Reply(0) Reply
  • Mahafuz Alam Sarker ৮ নভেম্বর, ২০১৯, ৭:০৮ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী শুনেছিলাম ছাএলীগের নেতাদের কে ঈদ সেলামী দিয়েছিলেন ভিসি মহোদয় কোটি টাকা। আশাকরি আপনার নজরদারির মাধ্যমে তদন্তে সঠিক তথ্য বের হবে
    Total Reply(0) Reply
  • Azmir Babu ৮ নভেম্বর, ২০১৯, ৭:০৯ এএম says : 0
    আপনি আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন কিন্তু ভিসির দুর্নীতি প্রমাণ হলে কি ব্যবস্থা নেবেন তা বললেন না কেন।
    Total Reply(0) Reply
  • Anisur Rahman ৮ নভেম্বর, ২০১৯, ৭:০৯ এএম says : 0
    মাননীয় প্রধান মন্ত্রীর মত ভবিষ্যতে আর কেউ কে পাওয়া যাবে কি না জানি না।শেখ হাসিনা সরকার বার বার দরকার।অন্যায় করলে কোন ছাড় বা ডিসকাউন্ট নেই।
    Total Reply(0) Reply
  • মজলুম জনতা ৮ নভেম্বর, ২০১৯, ১০:১১ এএম says : 0
    অপরাধীর কোন দলীয় পরিচয় নাই। অপরাধী যে ই হোক তাকে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে।এবং তার আত্ব পখ্খ সর্মথনের সূযোগ দিতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ