Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের নারী ভলিবলকে এগিয়ে নেয়ার প্রত্যয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৮:২৫ পিএম

দেশের নারী ভলিবলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ জন্য একটি শক্তিশালী মহিলা উইং গঠন করা হয়েছে। বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে একথা জানান মিকু। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘বাংলাদেশের নারী ভলিবলকে এগিয়ে নিতে নিরলস কাজ করছি আমরা। এ জন্য শক্তিশালী একটি মহিলা উইং গঠন করেছি। সেই কমিটির মাধ্যমে আমরা আবার দেশের নারী ভলিবলকে এগিয়ে নিতে চাই। যার প্রথম প্রতিফলন বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক এই টুর্নামেন্ট।’

এ সময় টুর্নামেন্টের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস, ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল, আন্তর্জাতিক ভলিবলের টেকনিক্যাল ডিরেক্টর মাসুদ ইয়াজদাহ পানাহ ও সম্পাদক ক্লিচ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স টুর্নামেন্টে খেলতে আগের দিন ঢাকায় এসেছে কিরগিজস্তান ও মালদ্বীপ। বৃহস্পতিবার এসে পৌঁছায় নেপাল ও আফগানিস্তান নারী দল। টুর্নামেন্ট ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামও প্রস্তুত। আগামীকাল থেকে এখানে শুরু হবে বঙ্গমাতা ভলিবলে পাঁচ দেশের শিরোপা যুদ্ধ। এশিয়ার সেন্ট্রাল জোন নারীদের প্রথম আসর বসছে ঢাকায়। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বড় কোন আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের নারী ভলিবল খেলোয়াড়রা। মিকুর কথায়, ‘মেয়েদের সিনিয়র দলটা আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি। গত তিন মাস ধরে প্রশিক্ষণ চলেছে। যথেষ্ট খেলোয়াড় আমাদের নেই। তাই মেয়েরা মোটামুটি খেলা উপহার দিলেই তা আমাদের জন্য যথেষ্ট। টুর্নামেন্টে ভালো ফলের ব্যাপারে আমরা আশাবাদী নই। শুধু মেয়েরা ভালো খেলবে-এটাই আমাদের আশা।’ তিনি যোগ করেন,‘এই টুর্নামেন্ট দিয়ে আমরা কিছুটা হলেও বুঝতে পারব, আমাদের মেয়েদের ভলিবল কোন পর্যায়ে রয়েছে।’ আন্তর্জাতিক ভলিবলের কর্মকর্তা ক্লিচ বলেন, ‘সেন্ট্রাল এশিয়ার মধ্যে নারী ভলিবলে ভারত, পাকিস্তানসহ বেশ ক’টি দেশ র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে রয়েছে। তাই তারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। মূলত নিন্ম র‌্যাংকিংধারী দেশগুলোই এখানে খেলছে। নিন্ম র‌্যাংকিংধারী সাত দেশের মধ্য থেকে পাঁচ দেশ নিয়ে খেলা হচ্ছে এই টুর্নামেন্টে।’

টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার বিকেল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। উদ্বোধনী দিনে সকাল দশটায় কিরগিজস্তানের মোকাবেলা করবে মালদ্বীপ এবং বিকেল ৪টায় বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ১৪ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভলিবল

২৪ জানুয়ারি, ২০২৩
৬ ফেব্রুয়ারি, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২
১৫ জানুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ