Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাকিমপুরে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে একজনের দুমাসের কারাদন্ড

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ২:৪৬ পিএম

দিনাজপুরের হিলি-হাকিমপুরে প্রধানমন্ত্রীর “জমি আছে ঘর নেই” প্রকল্পের বিশেষ বরাদ্দের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের অসহায়-দুস্থ্য মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে আব্দুল লতিফ (৫০) নামের এক ব্যাক্তিকে দু’মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল লতিফ উপজেলার বৈগাম এলাকার মৃত লালমিয়া শেখের ছেলে।

 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের জমি আছে ঘর নেই এমন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের দুস্থ্যমানুষদের কাছ থেকে আব্দুল লতিফ নামের এক ব্যাক্তি টাকা নিয়েছেন বলে অভিযোগ পাই। পরে সেই ব্যাক্তিকে আটক করা হয়, এর পরে সেই ব্যাক্তি টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং যে মহিলা টাকা দিয়েছে সেও বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

nvwKgcy‡i we‡kl eiv‡Ïi Ni †`Iqvi bvg K‡i UvKv †bIqvi Awf‡hv‡M GK e¨vw³‡K `ygv‡mi Kviv`Û cÖ`vb|

 

wnwj (w`bvRcyi) msev``vZvt

w`bvRcy‡ii wnwj-nvwKgcy‡i cÖavbgš¿xi ÒRwg Av‡Q Ni †bBÓ cÖK‡íi we‡kl eiv‡Ïi Ni cvB‡q †`Iqvi bvg K‡i MÖv‡gi Amnvq-`y¯’¨ gvbyl‡`i KvQ †_‡K UvKv †bIqvi Awf‡hv‡M Avãyj jwZd (50) bv‡gi GK e¨vw³‡K `yÕgv‡mi webvkÖg Kviv`Û w`‡q‡Qb åvg¨gvb Av`vjZ|

 

e„n¯úwZevi `ycyi mv‡o 12Uvq nvwKgcyi Dc‡Rjv wbe©vnx Kg©KZ©v Avãyi ivwdDj Avjg åvg¨gvb Av`vjZ cwiPvjbv K‡i Zv‡K GB Kviv`Û cÖ`vb K‡ib| `ÛcÖvß Avãyj jwZd Dc‡Rjvi ˆeMvg GjvKvi g„Z jvjwgqv †k‡Li †Q‡j|

 

nvwKgcyi Dc‡Rjv wbe©vnx Kg©KZ©v Avãyi ivwdDj Avjg Rvbvb, gvbbxq cÖavbgš¿xi we‡kl eiv‡Ïi Rwg Av‡Q Ni †bB Ggb cÖK‡íi Ni cvB‡q †`Iqvi bvg K‡i MÖv‡gi `y¯’¨gvbyl‡`i KvQ †_‡K Avãyj jwZd bv‡gi GK e¨vw³ UvKv wb‡q‡Qb e‡j Awf‡hvM cvB| c‡i †mB e¨vw³‡K AvUK Kiv nq, Gi c‡i †mB e¨vw³ UvKv †bIqvi K_v ¯^xKvi K‡i Ges †h gwnjv UvKv w`‡q‡Q ‡mI welqwU wbwðZ K‡ib| c‡i Zv‡K åvg¨gvb Av`vjZ cwiPvjbvi gva¨‡g `yB gv‡mi webvkÖg Kviv`Û cÖ`vb Kiv nq|

 

 

‡Mvjvg †gv¯ÍvwdRvi ingvb wgjb

wnwj,w`bvRcyi

ZvwiL:07/11/2019Bs

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ